দিনাজপুরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন ও গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2019, 03:01 PM
Updated : 18 Jan 2019, 03:02 PM

শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয় দিনাজপুর প্রেসক্লাব ও ঢাকার দিনাজপুর সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুরের সাবেক পৌরমেয়র সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর সিপিবির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, ঢাকার দিনাজপুর সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিস্তি কর্মসূচিতে বক্তব্য দেন।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন।

ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুরে কৃষি উৎপাদনের পাশাপাশি কৃষি-শিল্পের প্রচুর সম্ভাবনা রয়েছে।

বগুড়া থেকে রংপুর হয়ে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত গ্যাস সংযোগ সম্প্রসারণের যে পরিকল্পনা সরকার নিয়েছে তাতে দিনাজপুরকে সংযুক্ত করার দাবি জানান তারা।

তারা বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও গ্যাস সংযোগের অভাবে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হন না। তাই দিনাজপুরের শিল্প উন্নয়নের জন্য গ্যাস সংযোগ অপরিহার্য।