মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজদের সন্ধান মেলেনি

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ শ্রমিকদের সন্ধান মেলেনি চারদিনেও।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2019, 09:48 AM
Updated : 18 Jan 2019, 09:48 AM

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা জানিয়েছেন, শুক্রবারও মাটি বোঝাই ওই ট্রলার ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

তবে এখনও ট্রলার কিংবা কোনো শ্রমিকের খোঁজ মেলেনি বলে জানান তিনি।

গত সোমবার রাত ৩টার দিকে মেঘনা নদীতে মাটি বোঝাই ট্রলারটি ডুবে গেলে ২০ শ্রমিক নিখোঁজ হন। ১৪ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

নিখোঁজ শ্রমিকদের মধ্যে ১৭ জনের বাড়ি পাবনার ভাঙ্গুরা উপজেলার খানমরিচ ইউনিয়নে।

জেলা প্রশাসন জানায়, সোনার প্রযুক্তি ব্যবহার করে ট্রলারের সন্ধান চলছে। নৌ-বাহিনীর আট সদস্যের ডুবুরি দল, ফায়ার সার্ভিসের আট ডুবরি ও বিআইডব্লিউটিএ-এর তিন জন ডুবরি কাজ করছেন।

এছাড়া উদ্ধার কাজে যুক্ত হয়েছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।