নওগাঁয় রেলওয়ের জায়গা ‘দখল’, দুপক্ষের সংঘর্ষ

নওগাঁর রাণীনগর উপজেলায় রেলওয়ের জমি ‘দখল করার প্রতিযোগিতায়’ থাকা দুই দলের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2019, 02:39 PM
Updated : 14 Jan 2019, 02:39 PM

সোমবার বিকালে রাণীনগর রেলওয়ের স্টেশনের পাশে রেলওয়ের জায়গায় এ ঘটনা ঘটে বলে রানীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন ফাঁকা গুলি ছুড়েছে বলেও জানান ওসি।

ওসি সিদ্দিকুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, রাণীনগর রেলওয়ের স্টেশনসংলগ্ন নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের দুপাশের দোকান ঘর করার জন্য রেলওয়ের সরকারি জায়গা  অবৈধভাবে দখল করার প্রতিযোগিতায় নামে স্থানীয় দুটি গ্রুপ।

“এর জের ধরে বিকাল ৩টার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে একটি পক্ষ পুলিশের উপর ইটপাটকেল ছোড়ে।”

ওসি বলেন, এতে আব্দুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। আহত পুলিশ সদস্যকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুপক্ষের লোকজনকে ওই জায়গায় যেতে নিষেধ করা হয়েছে বলেও জানান ওসি সিদ্দিকুর রহমান।