ফরিদপুর ‘প্রতারক চক্রের’ ৪ জন গ্রেপ্তার

ফরিদপুরে প্রতরাণার মাধ্যমে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।      

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2019, 09:09 AM
Updated : 13 Jan 2019, 09:10 AM

রোববার ভোরে জেলার ভাঙ্গা থানার মিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে ফরিদপুর র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান।

এরা হলো- মো. জাকির হোসেন (৩০), মো. কামাল হাওলাদার (২৬), মেহেদী হাসান ফয়সাল (৩০) ও মো. টুলু চৌধুরী (৩২)।

র‌্যাব কর্মকর্তা নাজমুছ বলেন, আটক চারজন ফরিদপুরের কোতয়ালি থানার মো.আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লাখ এগারো হাজার নয়শত সাতানব্বই টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় আশারাফুল র‌্যাবের কাছে অভিযোগ করে। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।    

এ সময় ১১৬টি বিভিন্ন কোম্পানির মোবাইলের সিম, ২৪টি মোবাইল সেট ও একটি ট্যাব উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব।