নোয়াখালীতে মওদুদের বাড়িতে বোমা হামলার অভিযোগ

নোয়াখালী -৫ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদের বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2018, 07:49 AM
Updated : 30 Dec 2018, 08:01 AM

রোববার সকাল ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ বাড়িতে এ ঘটনার পর নিরাপত্তার কারণে নিজের কেন্দ্রে ভোট দিতে যেতে পারছেন না বলে মওদুদ সাংবাদিকদের জানিয়েছেন।

এ ঘটনার আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির এ নেতা। তবে অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ।

মওদুদ বলেন, “পুলিশের পিকআপ ভ্যান থেকে আওয়ামী লীগ কর্মীরা আমার বাড়িতে হাতবোমা নিক্ষেপ করে। এছাড়া প্রতিপক্ষের লোকজন মানিকপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আমাদর এজেন্টদেরকে বের করে দিয়ে ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারছে।”

তার স্বাক্ষর জাল করে আওয়ামী লীগের কর্মীরা ধানের শীষের এজেন্ট সেজে কেন্দ্রে অবস্থান করছে বলেও অভিযোগ করেন তিনি।

এই ভোটকে প্রহসন মন্তব্য করে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দেন তিনি।

মওদুদের অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, নির্বচানকে প্রশ্নবিদ্ধ করতে তিনি নিজেকে অররুদ্ধ করে রেখেছেন।

মওদুদের বাড়িতে বোমা হামলার ঘটনা মিথ্যা বলেও দাবি করেন আওয়ামী লীগের এ নেতা।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, “পুলিশ মওদুদ আহমদকে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে। পুলিশের গাড়ি থেকে তার বাড়িতে হামলার অভিযোগ মিথ্যা”