শরীয়তপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর মিছিলের সময় সংঘর্ষ হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 11:21 AM
Updated : 24 Dec 2018, 11:51 AM

বিএনপির অভিযোগ, যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। তবে আওয়ামী লীগের দাবি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষ হয়েছে।

গোসাইরহাট থানার ওসি সেলিম রেজা বলেন, “গোসাইরহাট হেলিপ্যাডের কাছে সোমবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।”

মিয়া নুরুদ্দিন অপুর অভিযোগ, তিনি তার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল বের করেন।

“আমরা হেলিপ্যাড পৌঁছানো মাত্র যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগ পুলিশের উপস্থিতিতে অতর্কিত হামলা করে। এ সময় আমিসহ আমার অনেক নেতাকর্মী আহত হন। আমি জনগণের কাছে এর বিচার চাই।”

তবে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার এমন অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, তাদের কোনো নেতাকর্মী বিএনপির মিছিলে হামলা করেনি।

“বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে।”

পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

ওসি সেলিম বলেন, “বিএনপি আগে থেকে পুলিশকে জানায়নি তারা মিছিল নিয়ে যাবে। তাহলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিতাম। আকস্মিকভাবে  আওয়ামী লীগ সেখানে অবস্থান করছিল। এ সময় বিএনপি মিছিল নিয়ে গেলে দুপক্ষে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। এ সময় বিএনপি প্রার্থী আহত হন। পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটেনি।”

গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎস হাফিজুর রহমান বিএনপি প্রার্থী অপু আহত হওয়া সম্পর্কে বলেন, “তিনি শক্ত কোনো কিছুর আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি ঢাকায় গেছেন উন্ন চিকিৎসার জন্য।”