টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2018, 10:13 AM
Updated : 17 Dec 2018, 10:42 AM

রোববার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে এই প্রচারণা শুরু হয়।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিনিধি কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহম্মদ আব্দুল্লাহ বলেন, রোববার সন্ধ্যার পর থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও উপজেলার সব ইউনিয়ন থেকে দলে দলে মানুষ নৌকার প্রতীক ও বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গেয়ে এসে এসে ভিড় করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সমানে।

“প্রধানমন্ত্রীর পক্ষে প্রচার-প্রচারণায় টুঙ্গিপাড়া এখন মুখরিত। এখানে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সর্বোচ্চ ভোটে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে টুঙ্গিপাড়াবাসী অধীর আগ্রহ দেখাচ্ছেন।”

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা শুরু উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন করা হয় জানিয়ে তিনি বলেন, “এরপর হাজার হাজার মানুষ টুঙ্গিপাড়ায় নৌকার পক্ষে মিছিল বের করেন। পরে তারা দলে দলে ভাগ হয়ে নৌকার জয়গান নিয়ে ছড়িয়ে পড়েন।”