অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় আটক ৪১

অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় সাত শিশুসহ ৪১ জনকে যশোর থেকে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2018, 05:39 PM
Updated : 16 Nov 2018, 05:39 PM

বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, শুক্রবার সকালে জেলার পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

তাদের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ  ও বরিশালের বিভিন্ন গ্রামে। তাদের মধ্যে ২৩ জন পুরুষ, ১০ জন নারী ও আট শিশু রয়েছে।

বিজিবি কর্মকর্তা ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সবাই বাংলাদেশি। তারা দুই থেকে চার বছর আগে ভাল চাকরির লোভে পড়ে দালালদের মাধ্যমে ভারত যান।

“তারা মুম্বাই, নদীয়া ও কলকাতা শহরের বিভিন্ন বাসা-বাড়িতে গৃহকর্মী হিসেবে, পোশাক কারখানায় ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে ভারতের আংরাইল এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসেন। খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে।”
তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যায় বলে তিনি জানান।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাদের বেনাপোল বন্দর থানায় দেওয়া হয়েছে বলেও তিনি জানান।