যানজট মোকাবিলায় পদক্ষেপ, স্বস্তি ফিরেছে বেনাপোলে

কয়েকটি পদক্ষেপে যশোরের বেনাপোল স্থলবন্দর যানজটমুক্ত হয়েছে। স্বস্তি ফিরে পেয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2018, 12:19 PM
Updated : 16 Nov 2018, 12:19 PM

সপ্তাহ খানেক ধরে বন্দর এলাকায় যানজট চোখে পড়ছে না। এর আগে স্মরণকালের মধ্যে এমন চিত্র দেখা যায়নি।

বেনাপোল শুল্কভবনের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, “রিকশা ও অটোরিকশা চলাচলে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেজন্য অতিরিক্ত আনসার সদস্যরা কাজ করছেন।

“বাইপাস সড়ক দিয়ে রিকশা ও ভ্যান চলার ব্যবস্থা করা হয়েছে। চেকপোস্ট এলাকায় প্রাইভেটকার, অটোরিকশা বা অন্য কোনো যান দাঁড়াতে দেওয়া হয় না। এছাড়া অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে।”

এজন্য অর্থমন্ত্রীর নির্দেশে গঠিত বন্দরের পরামর্শক কমিটির উচ্চপর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হয়েছে বলে তিনি জানান।

বন্দরে সস্তি ফিরেছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স উপকমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান।

তিনি বলেন, “বন্দরের প্রধান সড়কে সব সময় যানজট লেগে থাকত। যেমন গত দুই মাস ধরে বন্দরের সামনের একটি সড়ক ট্রাক চেসিসের দখলে ছিল। এ ধরনের নানা অবব্যবস্থা লেগে থাকত। কর্তৃপক্ষের উদ্যোগে সমস্যার সমাধান সম্ভব হয়েছে।”

এর আগে শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটারে সব সময় যানজট লেগে থাকত। এতে বাংলাদেশি আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হতেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আইনবিষয়ক সম্পাদক মশিয়ার রহমান বলেন, ভারতের ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে ঢোকার পর যানজটে আটকে থাকলে প্রতিদিন ট্রাকপ্রতি আড়াই হাজার রুপি ক্ষতিপূরণ দিতে হত। এখন বাংলাদেশি ব্যবসায়ীরা এই ক্ষতি থেকে রক্ষা পাচ্ছেন।