দিনাজপুরে ধর্ষণের অভিযোগে ব্যাংক কর্মচারী গ্রেপ্তার

দিনাজপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় এক ব্যাংক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 11:50 AM
Updated : 12 Nov 2018, 12:00 PM

কোতোয়ালি থানার পরিদর্শক বজলুর রশিদ জানান, রোববার রাতে মামলা হওয়ার পর রাতেই অগ্রণী ব্যাংক কর্মচারী আব্দুল লতিফকে (৫০) গ্রেপ্তার করা হয়।

সোমবার আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।  

ওই শিশুটির পরিবার দিনাজপুর শহরের শিকদারহাটের শাপলা হাসকিং মিল চত্বরে একটি ঝুপড়িতে থাকে। ওইখানে ঘটনাটি ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়।

মেয়েটির মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শুক্রবার (৯ নভেম্বর) বিকালে আব্দুল লতিফ তাদের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন; মেয়ের চিৎকারে তিনি হাতেনাতে লতিফকে ধরে ফেলেন।

তবে পুলিশ আসার আগেই লতিফ পালিয়ে যান বলে জানান শিশুটির মা।

মামলায় আরও অভিযোগ করা হয়, এর আগে গত ২ নভেম্বর লতিফ একইভাবে তার মেয়েকে চকলেট দিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।

সে সময় লতিফের পরিচয় জানতে না পারায় কোনো সিদ্ধান্তও নেওয়া সম্ভব হয়নি বলে তার ভাষ্য। 

পরিদর্শক বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে রোববার রাতে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করলে পুলিশ রাতেই আব্দুল লতিফকে গ্রেপ্তার করে এবং সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

বজলুর রশিদ জানান, শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল লতিফের বাড়ি দিনাজপুর শহরের ৭ নম্বর নিউটাউন এলাকায়। শিকদারহাটে একটি ভাড়া বাড়িতে থেকে তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করেন।