পিরোজপুরে আ.লীগের ওয়ার্ড কার্যালয়ে আগুন

পিরোজপুরে আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি-জমায়াতের ‍বিরুদ্ধে।

পিরোজপুর প্রতিনিধি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2018, 05:49 AM
Updated : 7 Nov 2018, 06:39 AM

পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী বাইপাস এলাকার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে মঙ্গলবার গভীর রাতে আগুন দেওয়া হয়। 

আগুনে আওয়ামী লীগের কার্যালয়সহ পাশের তিনটি দোকান পুড়ে গেছে জানিয়ে এ ঘটনায় বিএনপি-জমায়াতের সমর্থ‍কদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মিরণ শেখ।

তবে অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। 

মিরণ বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পরে সেখান একটি পেট্রোলের বোতল উদ্ধার করেন তিনি।

“এ সময় এলাকাবাসী আগুন নিভাতে এগিয়ে গেলে বিএনপি-জামায়াতের লোকজন পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ছয় লাখ টাকা বলে দাবি মিরণের।   

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক জিয়াউল আহসান গাজীর অভিযোগ করেন, “নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে বিএনপির ও জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে ।”

তবে অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলঙ্গীর হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা রাজপথের আন্দোলনে বিশ্বাসী। তারা নাশকতা করে অধিকার আদায় করা না।”

এ ঘটনায় জেলা বিএনপির কেউ জড়িত নয় বলেও দাবি করেন তিনি।    

পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।