রাবিতে ‘প্রক্সির চুক্তি’ করতে এসে ধরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘একজনের ভর্তিপরীক্ষা আরেকজন দিয়ে দেওয়ার চুক্তি’ করতে আসা এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2018, 02:40 PM
Updated : 18 Oct 2018, 02:40 PM

মতিহার থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের পাশ থেকে তাকে আটক করা হয়।

আটক গোলাম রাব্বানী রাজশাহীর বাগমারা উপজেলার বানারিপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। ২০১৬ সালে আমেরিকান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে তিনি বিবিএ পাস করার পর এখন রাজশাহী সিটি কলেজ থেকে বিবিএস করছেন বলে তার দাবি।

রিফাত আরা মুন নামে একজন ভর্তিপরীক্ষার্থী বলেন, এক মাস আগে বাসে তার সঙ্গে তার পরিচয় হয়।

“টাকার বিনিময়ে প্রশ্ন দেওয়া হয়, একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দেওয়া হয়, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়ার মতো লবিং আছে বলে আমাকে জানান গোলাম রাব্বানী।”

রিফাত এ কথা তার বন্ধু শেখ সৌরভকে জানান। সৌরভও ভর্তিপরীক্ষার্থী।

সৌরভ বলেন, “কিছুদিন ধরে রাব্বানীর সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। রাব্বানী অগ্রিম ২০ হাজার টাকা নিতে এসেছিলেন। কিন্তু ঘটনাটি আমি অন্য বন্ধুদের জানালে তারা রাব্বানীকে আটক করে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাব্বানী যখন ক্যাম্পাসে টাকা নিতে আসেন তখন তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।”

তবে রাব্বানীর বলছেন, “আমি তাদের সঙ্গে ফাজলামি করেছিলাম।  তাদের আমি বুঝাতে এসছিলাম যে এসব ভুয়া। কেউ প্রশ্ন দিতে পারে না বা টাকা দিয়ে ভর্তিও করাতে পারে না। কিন্তু তারা আমাকে মারধর করে পুলিশে দিল।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বলেন, “শিক্ষার্থীদের সহায়তায় তাকে পুলিশে দেওয়া হয়েছে।”

ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়টিতে ভর্তিপরীক্ষা হওয়ার কথা।