সিরাজগঞ্জে ‘পুলিশকে মারধর’, মিষ্টি বিক্রেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে মিষ্টি বিক্রেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2018, 12:28 PM
Updated : 18 Oct 2018, 01:00 PM

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ  জানান, ট্রাফিক পুলিশের কনস্টেবল আরিফ বাদী হয়ে বুধবার রাতে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন শহরের মোক্তারপাড়া মহল্লার তমিজউদ্দিনের ছেলে ও বাজার স্টেশনের তমিজ উদ্দিন সুইটস ও বেকারির মালিক তারিকুল ইসলাম, তার বড় ভাই সাইফুল ইসলাম (৫০), দোকান কর্মচারী ও ইজিবাইক চালক মঞ্জুসহ অজ্ঞাতনামা সাত-আট জন।

ওসি দাউদ বলেন, দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শহরের এসএস রোডের খেদন সর্দার মোড়ে ডিউটি করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল আরিফ। পূজার কারণে ওই সময় প্রশাসনের নির্দেশে এসএস রোডে যান চলাচল বন্ধ করা হয়। 

“সন্ধ্যা ৭টার দিকে তমিজউদ্দিন সুইটসের মিষ্টিবাহী একটি ইজিবাইক এসএস রোডে ঢোকার চেষ্টা করলে আরিফ তাতে বাধা দেন। এ সময় ইজিবাইক চালক মঞ্জু পুলিশকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তারিকুলকে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। তারিকুল গিয়ে ট্রাফিক আরিফকে মারধর করেন। একপর্যায়ে তিনি পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারিকুল ও চালক মঞ্জু পালিয়ে যান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, আসামিরা গা ঢাকা দিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।