গাজীপুরে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর

গাজীপুরের ছয়দানায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালিয়ে বিক্ষোভ দেখিয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 01:35 PM
Updated : 16 Oct 2018, 01:35 PM

গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার প্রীতি সোয়েটার কারখানা নামের একটি কারখানায় ভাংচুরের এ ঘটনা ঘটে।

কারখানার লিংকিং অপারেটর শিল্পী অভিযোগ করেন, কর্তৃপক্ষ বেশ কিছু শ্রমিককে বেতন না দিয়ে জোর করে সই নিয়ে ছাঁটাই করেছে।

সেপ্টেম্বর ছাড়াও অনেক শ্রমিকের অগাস্টের বেতন বকেয়া রয়েছে বলে জানান কারখানার আরেক লিংকিং অপারেটর মাসুম।

তিনি বলেন, “ছুটির দিন কাজ করিয়ে কিংবা ওভারটাইম করিয়ে নিয়মিত টাকা দেয় না কর্তৃপক্ষ। বার্ষিক ছুটির টাকা এবং টিফিন ভাতাও নিয়মিত দেয় না।”

প্রীতি গ্রুপের ডিজিএম মো. নাহিদ আক্তার নিরব বলেন, “কারখানায় কাজ না থাকায় প্রায় অর্ধশত শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।

গত মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কর্মরিবরতিসহ বিক্ষোভ দেখিয়ে কারখানার কাচ ও কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বলে তিনি জানান।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ওসি ইসমাইল হোসেন বলেন, “কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিরা বৈঠক করে সন্ধ্যায় ৭টায় তাদের পাওনাদি পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন পরিহার করে।”

কারখানা চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।