‘প্রশিক্ষণের জন্য’ পুলিশের ঘোড়া আমদানি

প্রশিক্ষণকাজের জন্য ভারত থেকে প্রায় দেড় কোটি টাকায় ২০টি ঘোড়া আমদানি করে বাংলাদেশ পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকও বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 01:24 PM
Updated : 20 Sept 2018, 01:24 PM

বেনাপোল বন্দর থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়ার চালান বৃহস্পতিবার সকালে বন্দরে প্রবেশ করেছে।

ঘোড়াগুলো কী কাজে ব্যবহার করা হবে সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বলে, “প্রশিক্ষণে ব্যবহারের জন্য এগুলো আমদানি করা হয়েছে।”

বেনাপোলের ‘মাধ্যম’ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট ঘোড়ার চালানটি ছাড় করাচ্ছেন।

মাধ্যমের মালিক সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত এই ঘোড়াগুলোর আমদানি মূল্য এক লাখ ৭৯ হাজার ২০০ ডলার। প্রায় দেড় কোটি বাংলাদেশি টাকা।

ভারতের ‘প্রিতম সিং ঠাণ্ড অ্যান্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠান ঘোড়াগুলো বাংলাদেশে রপ্তানি করেছে বলে তিনি জানান।