সিরাজগঞ্জে ‘গোপন বৈঠক’ থেকে বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে হাতবোমা বোমাসহ বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 07:19 AM
Updated : 20 Sept 2018, 07:21 AM

উপজেলার সলঙ্গা থানার গোলকপুর এলাকা থেকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয় বলে সলঙ্গা থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান।

এরা হলেন- সলঙ্গা থানা যুবদলের সাধারণ সম্পাদক বড়গোজা গ্রামের আব্দুল মজিদের ছেলে ফরিদুল ইসলাম (৩২), সলঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বনবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে তারিকুল ইসলাম (২৮), হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি চড়িয়া মধ্যপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে হাসান ওরফে রফিকুল (৩০) ও জামায়াত কর্মী চড়িয়া কালিবাড়ির মতিয়ার রহমানের ছেলে আব্দুস সামাদ (৩০)।

ওসি ওয়াহেদুজ্জামান বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোলকপুর এলাকায় গোপন বৈঠক করছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। 

“এ সময় পুলিশ চারজনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।”

এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।