পদ্মার ভাঙন রোধে ডুবোচরে ড্রেজিং

শরীয়তপুরে পদ্মার ভাঙন রোধে স্রোতের গতিপথ পরিবর্তনের লক্ষ্যে ডুবোচরে ড্রেজিং শুরু হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 07:07 AM
Updated : 18 Sept 2018, 07:07 AM

জেলার নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াসমিন বলেন, সোমবার রাতে একটি ড্রেজার এসে কাজ শুরু করেছে। আরও দুটি ড্রেজার কাঁঠালবাড়ি ঘাট থেকে রওনা হয়েছে।

গত দুই মাসের অব্যাহত ভাঙনে শুধু নড়িয়া উপজেলায় মুক্তারের চর, কেদারপুর ইউনিয়ন ও নড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পদ্মায় বিলীন হয়ে গেছে। এসব এলাকার প্রায় চার হাজার পরিবার সব হারিয়ে নিঃস্ব হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী তারিক হাসান বলেন, ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ফেলা হচ্ছে, কিন্তু তা কোনো কাজে লাগছে না।

“এখন স্রোত পরিবর্তনের চেষ্টায় ডুবোচরগুলো ড্রেজিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

এছাড়া পানি কমে গেলে এক হাজার ৯৭ কোটি টাকার একটি প্রকল্পে ভাঙনরোধের জন্য তীর রক্ষা বাঁধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।