পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে ৪ আরোহী, ছিটকে পড়ে স্ত্রী নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন, যে মোটরসাইকেলটিতে চারজন আরোহী ছিলেন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2018, 11:31 AM
Updated : 9 Sept 2018, 11:31 AM

রোববার বিকালে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন।

নিহত নাজমিন বেগম (২৬) এএসআই রবিউল ইসলামের স্ত্রী। রবিউল গাইবান্ধার সাদুল্লাপুর থানায় কর্মরত। এ দুর্ঘটনায় রবিউল সামান্য আহত হয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তবে তাদের দুই সন্তান অক্ষত রয়েছে। 

রবিউলের বরাত দিয়ে ওসি মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুরের বিরল উপজেলার গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থল গাইবান্ধার সাদুল্লাপুর থানায় ফিরছিলেন রবিউল।

তিনি বলেন, বেলা আড়াইটার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের হাসনা হেনা ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।  এতে ছিটকে পড়ে নাজমিন ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলসহ রবিউল ও তার দুই সন্তান সড়কের পাশে খাদে পড়েন।