সড়ক দুর্ঘটনায় নেত্রকোণা ও দোহারে ২ শিশুর মৃত্যু

নেত্রকোণা ও ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2018, 10:50 AM
Updated : 27 August 2018, 10:50 AM

সোমবার দোহারে মোটরসাইকেলের ধাক্কা এক ও নেত্রকোণা সদরে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা আরোহী আরেক শিশু নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর

দোহার:

ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

নিহত মারিয়া আক্তার (২) উপজেলার পূর্ব সুতারপাড়া এলাকার মো. স্বপন পাঠানের মেয়ে।

দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান, উপজেলার পূর্ব সুতারপাড়া আঞ্চলিক সড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটি সকালে বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের আঞ্চলিক সড়কে উঠে যায়।

“এসময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় সোমবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে দোহার থানায় একটি মামলা  করেছেন বলেন মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার এসআই আব্দুল বারেক জানান।

ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হলেও চালক ও আরোহী পলাতক রয়েছে।

নেত্রকোণা:

নেত্রকোণায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন।

সোমবার দুপুরে সদর উপজেলার সাকুয়া বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা  ঘটে বলে নেত্রকোণা মডেল থানার এসআই মাজহারুল ইসলাম জানান।

নিহত স্বপ্না (৭) গাজীপুরের তালুক গ্রামের সবুজ মিয়ার মেয়ে।

আহতদের মধ্যে তিনজনকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই মাজহারুল বলেন, ময়মনসিংহগামী বাসটি সাকুয়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী স্বপ্না নিহত হয়। আহতরাও সবাই অটোরিকশা যাত্রী।

দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে।