শিমুলিয়ায় নাব্য সংকটে ফেরি চলাচল সীমিত

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে সীমিত আকারে ফেরি চলাচল করছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2018, 06:12 AM
Updated : 25 August 2018, 06:12 AM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ বলেন, ছোট-বড় মিলিয়ে তাদের ১৭টি ফেরি থাকলেও শুধু ছোট ছোট ১০টা চালানো যাচ্ছে।

“রো রো ফেরিসহ সাতটি ফেরি চলাচল করতে পারছে না। শুধু কে-টাপই ও ছোট ১০টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে।”

নাব্য সংকটে প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর ঈদের দুই দিন আগে এখানে ফেরি চলাচল মোটামুটি স্বাভাবিক হয়ে এলেও শুক্রবার আবার সেই সংকট দেখা দেয়; তিন জায়গায় ছয়টি ফেরি আটেকে যায়।

খালেদ বলেন, আবার শনিবার ভোর ৪টার দিকে লৌহজং টার্নিংয়ে সরু চ্যানেলের কাছে একটি ফেরি আটকে যায়। এ সময় অন্যান্য ফেরি এই চ্যানেল অতিক্রম করতে পারছিল না। এতে সকাল ৬টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। চ্যানেলের মুখ থেকে ফেরি সরিয়ে নেওয়ার পর আবার ফেরি চলাচল শুরু হয়।

বেলা সাড়ে ১১টার দিকে দুই পারে তিন শতাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় ছিল বলে তিনি জানান।

চ্যানেলে পানি একেবারেই কম জানিয়ে তিনি বলেন, ফেরি আটকে গেলে উদ্ধার করতে যেমন খরচ হয় তেমনি সময় যায়। বিআইডব্লিইটিএ ড্রেজিংয়ের দায়িত্বে রয়েছে। তারা ড্রেজিং করছে। এতে অবস্থার উন্নতি হবে আশা করা যায়। এদিকে এখনও ফেরি চলছে ওয়ানওয়েতে। একারণে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। আবার নাব্য সংকটের কারণে ফেরিগুলো এখনও ফুল লোড করা যাচ্ছে না।