ফের নাব্য সংকটে শিমুলিয়া, অনিশ্চয়তার মুখে ফেরি পারাপার

প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর ঈদের দুই দিন আগে ফেরি চলাচল মোটামুটি স্বাভাবিক হলেও আবার নাব্য সংকটে পড়েছে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2018, 01:24 PM
Updated : 24 August 2018, 01:25 PM

ফেরি চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে কিনা তা বলতে পারছে না বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ বলেন, “শুক্রবার আবার নাব্য সংকট দেখা দিয়েছে। রোরো ফেরি তো চলতেই পারেনি, বন্ধ রাখতে হয়েছে তিনটি ডাম্প ফেরিও।

“চ্যানেলে পানি একেবারেই কম। শুক্রবার এই রুটের তিন জায়গায় ছয়টি ফেরি আটেকে যায়। অনেক চেষ্টা করে আটকানো ফেরিগুলো উদ্ধার করা হয়। বিআইডব্লিইটিএ আগামী কাল থেকে ফের ড্রেজিং শুরু করবে বলেছে। কিন্তু কী হবে বলতে পারছি না।”

ঈদের ছুটির পর শুক্রবার বিকালে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে জানিয়ে তিনি বলেন, শনিবার থেকে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় আরও বাড়বে। এই পথে যারা আসবেন, ফেরিতে তাদের যাত্রা কেমন হবে তা বলা যাচ্ছে না।

“এদিকে এখনও ফেরি চলছে ওয়ান ওয়েতে; যে কারণে স্বাভাবিকের চেয়ে সময় লাগছে বেশি।”

তবে ৮৭টি লঞ্চ ও প্রায় ৪০০ স্পিডবোট সচল রয়েছে বলে তিনি জানান।