নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের দাবি সিলেট সিটি কর্তৃপক্ষের

প্রতিশ্রুত সময়ের মধ্যেই সিলেট নগরী থেকে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে সিটি করপোরেশন কর্তৃপক্ষ দাবি করেছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2018, 07:06 AM
Updated : 23 August 2018, 07:22 AM
সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মো.হানিফুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ২টার মধ্যে নগরী পরিচ্ছন্ন করার কথা বলা হয়েছিল; তা ১২টার মধ্যেই প্রায় শেষে হয়ে গেছে।

বাড়তি পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করে নগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর পরিচ্ছন্ন কাজ শেষ করে ব্লিচিং পাউডার ছিটনো হয়েছে। এখন পশুর হাটের বর্জ্য অপসারণের কাজ চলছে।

এ বছর সিলেট নগরীতে নির্ধারিত ৩২টি স্থানে বুধবার ও বৃহস্পতিবার অন্তত ২০ হাজার পশু কোরবানি হয়েছে বলে হানিফুর জানান।

তিনি বলেন, “বুধবার সকাল থেকেই বর্জ্য অপসারণের লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রায় ১৯'শ পরিচ্ছন্নতাকর্মী কাজ শুরু করে। এছাড়া ৫০টি বর্জ্যবাহী ট্রাক, ২০০ টি ভ্যানগাড়ি এবং ১০টি পানির গাড়ি রাখা হয়েছে পরিচ্ছন্নতা কাজের জন্য।”

পরিচ্ছন্নতাকর্মীরা সার্বক্ষণিক কাজ করেছে; বৃহস্পতিবার বিকালের মধ্যে পুরো নগরীর পরিচ্ছন্ন করার কাজ শেষ হবে বলে জানান হানিফুর।

এদিকে নগরী থেকে কোরবানির বর্জ্য দ্রুত পরিচ্ছন্ন করায় খুশি নগরবাসীরা।

আম্বরখানার ফজলুল হক বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত নগরীর বর্জ্য অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ায় অনেকটা পরিচ্ছন্ন নগরী হয়ে উঠেছে সিলেট।