নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে

শিক্ষার্থীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্ট কালের কর্মবিরতি ঘোষণা করেছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2018, 11:01 AM
Updated : 9 August 2018, 11:01 AM

শিক্ষার্থীরা আবাসিক সমস্যার স্থায়ী সমাধান ও সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে তারা উপাচার্যের দপ্তরসহ প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এতে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য এম অহিদুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আবদুল্লাহ-আল-মামুন বলেন, “এই অসদাচরণের অভিযোগে বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা।”

সব ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে বলে তিনি জানান।

প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান বলেন, “দাবি নিয়ে শিক্ষার্থীদের সকালে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। তার আগেই তারা বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেয়।”