গাজীপুর মহানগর পুলিশের উদ্বোধন ‘শিগগির’

গাজীপুরে শীঘ্রই মহানগর পুলিশের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 02:53 PM
Updated : 5 August 2018, 05:16 PM

এজন্য প্রস্তুতিমূলক কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।

আট বিভাগীয় সদরদপ্তরের মধে্যে রংপুর ও ময়মনসিংহ ছাড়া বাকি ছয়টিতে মহানগর পুলিশ রয়েছে। এছাড়া বিভাগীয় শহরের বাইরে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনে মহানগর পুলিশ নেই।

বেলালুর রহমান বলেন, গাজীপুর পল্লীবিদ্যুৎ অফিসের পশ্চিমে ভাড়া করা একটি ভবনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) হেড কোয়ার্টার্সের কার্যক্রম চালানো হচ্ছে।

এছাড়া সিটি এসবি, ডিসি ট্রাফিকসহ বিভিন্ন অফিসের কার্যক্রম চালানোর জন্য ইতোমধ্যে ভাড়া বাড়ি দেখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

“আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ কার্যক্রমের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। ১১৫২ জনবলের মধ্যে ৫০ শতাংশ পেয়েছি।”

আনুষ্ঠানিকভাবে জিএমপির কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় জনবল, অস্ত্র-গোলাবারুদ ও গাড়ি পেয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জিএমপির নতুন থানা ও এর অধিভুক্ত এলাকা নির্ধারণ করা হয়েছে। এর আওতাধীন আটটি নতুন থানা হলো সদর (বর্তমান জয়দেবপুর থানা), বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পূবাইল, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা।