কুমিল্লায় ঢাকার পথে যানজট

চট্টগ্রাম থেকে ঢাকারপথে কুমিল্লায় প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2018, 03:54 PM
Updated : 1 August 2018, 03:54 PM

বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে বলে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম জানান।

সকালে যানজট ঢাকা সাইনবোর্ড এলাকা হতে শুরু হয়ে দাউদকান্দি পেরিয়ে চান্দিনা ছাড়িয়ে যায়।

বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকার প্রবেশমুখগুলো দিয়ে ঢুকতে না পারায় এ যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।

যানজট নিরননে হাইওয়ে পুলিশের পাশাপাশি দাউদকান্দি মডেল থানা পুলিশের একাধিক দল দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মহিদুল ইসলাম।

তিনি বলেন, ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব মহাসড়কগুলোতে পড়েছে। এ সমস্যা নিরসনে চেষ্টা চালানো হচ্ছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো, আলমগীর হোসেন বলেন, যানজট নিরসনে সড়কজুড়ে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।