শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।    

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2018, 07:14 AM
Updated : 27 July 2018, 07:14 AM

উপজেলার সাতখামাইর স্টেশন থেকে শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই এসএম রাকিবুল হক জানান।

পুলিশ বলছে, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পকেট থেকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ‘পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষকের স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র পাওয়া গেছে। তবে সেটা তারই কিনা তা জানা যায়নি।   

শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুর বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।”

এসআই রাকিবুল বলেন, সাথানীয়দের কাছে খবর পেয়ে লাশপি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির পকেট থেকে পাওয়া প্রশংসাপত্রে মো.শাহজাহান আলী, মায়ের নাম গুলজান বেগম, ডাকঘর-পীরগঞ্জ, উপজেলা-পীরগঞ্জ ও জেলা- ঠাকুরগাঁও এবং জন্ম তারিখ ১৯৭২ সালের ২৬ অগাস্ট লেখা রয়েছে। 

তবে প্রশংসাপত্রটি ওই ব্যক্তির কিনা তা নিশ্চিত করা যায়নি বলে জানান এসআই।