হত্যাকাণ্ডের আট মাস পর হাড়গোড় উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক রিকশাচালককে হত্যার প্রায় আট মাস পর মরদেহের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2018, 03:07 PM
Updated : 29 June 2018, 03:16 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু করে টানা ১৮ ঘণ্টা ধরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ অভিযান চালায়।

অভিযান শেষে শুক্রবার দুপুরে এ তথ্য জানান পিবিআই-এর অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর ছিদ্দিক।

গত বছরের ৬ নভেম্বর রিকশাচালক মো. আলমকে (২৬) হত্যা করা হয়।  আলমের বাড়ি ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে।

পিবিআই কর্মকর্তা আবু বক্কর বলেন, গত বছরের ৬ নভেম্বর ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আলমকে গাজীপুরের মাওনা থেকে খবর দিয়ে এনে ফুলবাড়িয়ার বাবুগঞ্জ বাজারের বড়বিলা নদীর গোদারাঘাটে খুন করে মরদেহ কচুরিপানার নিচে ডুবিয়ে রাখেন সাদ্দাম, জুলহাস ও রুহুল আমিনসহ কয়েকজন।

ওই ঘটনায় আলমের মা বাদী হয়ে চলতি বছরের ১২ জানুয়ারি সাদ্দাম ও তার ভাই জুলহাসকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করে।

আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেয় বলে জানান বক্কর।

আবু বক্কর বলেন, সাদ্দামের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় বড়বিলা নদীর গোদারাঘাট এলাকায় অভিযান শুরু করে পুলিশ। টানা ১৮ ঘণ্টার অভিযানে গুদারাঘাটের কচুরিপানার নিচ থেকে নিহত আলমের মাথা, হাড়সহ ৪২টি অংশ উদ্ধার করা হয়।

আলম এবং হত্যাকারী সাদ্দামসহ কয়েকজন মোটরসাইকেল ও অটোরিকশা চোর চক্রের সদস্য ছিলেন বলে আবু বক্কর জানান।