ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

ফেনীর মুহুরী নদীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2018, 08:21 AM
Updated : 28 June 2018, 08:21 AM

বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ‘ত্রাণ নয় বাঁধ চাই, ভিক্ষুক নই মানুষ আমরা’ এই শ্লোগান লেখা ব্যানার নিয়ে শতাধিক মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ফুলগাজীর দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, ব্যবসায়ী ফজলে ইমাম রকিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন এ কর্মসূচিতে বক্তব্য দেন।

নিজাম উদ্দিন বলেন, প্রতিবছর প্রবল বর্ষণে মুহুরি নদীর বেড়িবাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, ফসল ও মাছের ঘের।

“বন্যার কারণে প্রশাসনের পক্ষ থেকে সাময়িক ত্রাণ দেওয়া হলেও বাঁধের স্থায়ী মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয় না। পানি উন্নয়ন বোর্ড ভাঙনের পর জোড়াতালি দিয়ে বাঁধ মেরামত করায় পরের বছর আবার তা ভেঙে যায়।”

ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বাঁধটি মেরামতের পাশাপাশি নদীর তলদেশ খনন ও নতুন টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

গত ১৩ জুন মুহুরি নদীর বেড়িবাঁধের ১৮টি পয়েন্টে ভাঙন ধরে দুই উপজেলার অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়। পানি নেমে গেলেও বাঁধ সংস্কার এখনও শুরু হয়নি।