কুড়িগ্রাম সীমান্ত এলাকায় বাংলাদেশির লাশ উদ্ধার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকায় ভারতীয় অংশে এক বাংলাদেশির লাশ পাওয়া গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 12:18 PM
Updated : 22 June 2018, 12:18 PM

নিহত আলম মিয়া (৪৮) রাতে বাড়ি থেকে বের হয়ে ভারতীয় মরাখানা এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন বলে এলাকাবাসীর ভাষ্য।

জেলার কচাকাটা থানার ওসি ফারুক খলিল বলেন, লাশটি মংলাকুটি আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় অংশে পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর কোনো কারণ পাওয়া যায়নি।

আলম মংলারকুটি এলাকার সুন্দর আলীর ছেলে।

এলাকাবাসী ও কচাকাটা থানার একজন পুলিশ সদস্য জানিয়েছেন, আলম বৃহস্পতিবার রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের ১০১১ ও ১০১২ মেইন পিলারের মধ্যবর্তী স্থানে ভারতীয় মরাখানা এলাকায় মাছ ধরতে যান। এরপর আর বাড়ি ফেরেননি।

শুক্রবার সকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ লাশ দেখে বিজিবিকে খবর দেয়। পরে দুই দেশের পুলিশের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য আসাম রাজ্যের গোলোগঞ্জ থানায় নিয়ে যায় ভারতীয় পুলিশ।

ভারতের গোলোগঞ্জের ম্যাজিস্ট্রেট চয়নিকা ঠাকুরিয়া সাংবাদিকদের বলেন, ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।