লঘুচাপের প্রভাবে সাগরে ডুবেছে চার ট্রলার

লঘুচাপের প্রভাবে সৃষ্ট দুর্যোগে কক্সবাজারে ডুবেছে চারটি মাছ ধরা ট্রলার।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2018, 09:19 AM
Updated : 10 June 2018, 09:19 AM

রোববার বেলা দেড়টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট ভেসে আসা চারটি ট্রলারসহ ১৬ জেলেকে উদ্ধার করা হয় বলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী জানান।

এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলেও জানান তিনি।

উদ্ধারদের মধ্যে ১২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

তিনি বলেন, গত ২/৩ দিন ধরে গভীর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে রোববার ভোর রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট বরাবর গভীর সাগরে চারটি মাছ ধরার ট্রলার মাঝিমাল্লাসহ ডুবে যায়।

“এর মধ্যে দুই ট্রলার সম্পূর্ণ বিধ্বস্ত এবং অপর দুইটি ডুবে যাওয়া অবস্থায় সৈকতে ভেসে আসে। এসময় সৈকতে কর্তব্যরত পুলিশ সদস্যসহ স্থানীয়রা ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে।”