গাঁজাসহ গ্রেপ্তার, দেড় ঘণ্টা পর হাসপাতালে মৃত্যু

পঞ্চগড়ে এক পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার হওয়ার দেড় ঘণ্টার মাথায় এক ব্যক্তি পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2018, 05:55 AM
Updated : 3 June 2018, 06:22 AM

পুলিশ বলছে, কাজল শেখ মাজু নামের ৪৩ বছর বয়সী ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে নেওয়ার প্রস্তুতির মধ্যেই তিনি ‘অসুস্থ’ হয়ে পড়েন।

পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার দিকে মাজু মারা যান বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।  

তিনি বলেন, মাজুর বাড়ি শহরের বানিয়াপাড়া এলাকায়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এক পুরিয়া গাঁজাসহ ওই এলাকা থেকেই মাজুকে আটক করে গোয়েন্দা পুলিশ।

“পরে তাকে ডিবি কার্যালয়ে নিযে ভ্রাম্যমাণ আদালতে বিচারের প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং মৃত্যু হয়।”

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমান জানান, মাজুকে পুলিশ হাসপাতালে আনে রাত ১১টা ৫৫ মিনিটে।

“উনি বলেছিলেন, হাতে আর বুকে ব্যথা করছে। কথাবার্তা চলার মধ্যে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং পাঁচ মিনিটের মধ্যে মৃত্যু হয়।”

ডা. জিল্লুর বলেন, মাজুর শরীরে আঘাতের কোনো চিহ্ন তিনি দেখেননি। ‘হার্ট অ্যাটাকে’ তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।