নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় দুর্ঘটনায় পড়া এক অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2018, 05:40 AM
Updated : 3 June 2018, 05:40 AM

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, রোববার ভোর ৬টার দিকে সোনাপুর-আলেকজান্ডার সড়কের ডাক্তার বাজার এলাকায় এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন।

নিহত ব্যক্তির পরিচয় পুলিশ জানাতে পারেনি। ওই অটোরিকশার অপর আরোহী লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের রাকিব (২২), একই গ্রামের আকবর হোসেন ও চর আফজালের সাকিব হোসেনকে (৪০) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি জানান, ভোর ৬টার দিকে লক্ষ্মীপুরের রামগতি থেকে যাত্রী নিয়ে নোয়াখালী জেলা সদরের সোনাপুরের উদ্দেশ্য ছেড়ে আসে অটোরিকশাটি।

সোনাপুর-আলেকজান্ডার সড়কের ডাক্তার বাজারের কাছে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এ সময় অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। 

পরে পুলিশ ও স্থানীয়রা দগ্ধ এক যাত্রীর লাশ উদ্ধার করেন এবং আহত তিনজনকে হাসপাতালে পাঠান।

হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদারে মো. সেলিম জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।