বিভিন্ন জেলায় আটক ১০৪

সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে অন্তত ১০৪ জনকে আটক করেছে পুলিশ; যাদের মধ্যে আছে মাদকসহ বিভিন্ন মামলার আসামি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 09:15 AM
Updated : 26 May 2018, 09:43 AM

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর।

মাদারীপুর

শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান চলছে। শনিবার সকালে এক হাজার ইয়াবাসহ জসিম চৌধুরী (২২) নামে এক ‘মাদক বিক্রেতাকে’ আটক করেছে পুলিশ।

“জসিম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি ও সেবন করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।”

সাতক্ষীরা
সাতক্ষীরায় আটক করা হয়েছে নয় মাদক বিক্রেতাসহ ৪৬ জনকে।

জেলা ডিএসবির পরিদর্শক আজম খান বলেন, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তারা ৪৬ জনকে আটক করেছেন।

“তাদের মধ্যে নয়জন মাদক বিক্রেতা। তাদের কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা, ১০২ বোতল ফেনসিডিল, ৬২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক অন্যদের মধ্যে রয়েছেন ৩৭ জন জামাত-বিএনপির কর্মী, যাদের প্রত্যেকের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।”

ফেনী

জেলা ডিএসবির পরিদর্শক মো. শাহিনুজ্জামান জানান, শনিবার ভোর পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক।

“তাদের মধ্যে সাজাপ্রাপ্ত পলাকত আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিস্ফোরক মামলা, নাশকতা মামলা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলার আসামি রয়েছে। তাদের মধ্যে যুবদল-ছাত্রদলের একাধিক নেতা-কর্মীও রয়েছেন।”

লক্ষ্মীপুর

এ জেলায় গ্রেপ্তার করা হয়েছে রামগতি পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দিপু খন্দকারসহ ২৩ জনকে।

জেলার পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সদর উপজেলা, রায়পুর, রামগঞ্জ ও রামগতি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

“তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সবাই চিহ্নত মাদক ব্যবসায়ী। মাদক নিমূল না হওয়া পযর্ন্ত এ অভিযান অব্যাহত থাকবে।”