বাহুবলে দুদলের সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 03:18 PM
Updated : 25 May 2018, 03:18 PM

শুক্রবার সন্ধ্যায় স্নানঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক মিয়া জানান।

আহতদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাসুক মিয়া জানান, উপজেলার দক্ষিণ স্নানঘাট গ্রামের বশির মিয়াকে মাদক বিক্রিতে বাধা দেন কলেজ ছাত্র মহিদুল ইসলাম মুহিদ। এ কারণে বৃহস্পতিবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এর জের ধরে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাদক ব্যবসায়ীর লোকজন একত্রিত হয়ে মহিদের লোকদের ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন বলে ওসি জানান।

ওসি আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীসহ তিনি (ওসি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছেন ফরহাদ মিয়া (২৯), তাজুল মিয়া (৩০), মাসুক মিয়া (২০), আয়েশ মিয়া (৩০), মনফর মিয়া (৫০), লাল মিয়া (৪০) ও রাসেল মিয়াসহ (৩৮) কয়েকজন।