ওসমানী বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

সিলেটর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি ১৭ লাখ টাকা সমমানের বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 01:28 PM
Updated : 23 May 2018, 01:28 PM

বুধবার বিকালে মিসবাহ উদ্দিন (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানান ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

তার বাড়ি গাজীপুরের কাপাশিয়া উপজেলায়।

ব্যবস্থাপক হাফিজ জানান, বেলা সাড়ে ৩টার দিকে ফ্লাই দুবাইয়ের বিমান ছেড়ে যাওয়ার আগে যাত্রীদের লাগেজ স্ক্যান হচ্ছিল।

“ওই সময় মিসবাহ উদ্দিনের সঙ্গে থাকা লাগেজে সৌদি আরব, ওমান, কুয়েত ও বাহরাইনের মুদ্রা পাওয়া যায় যার মূল্যমান দুই কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকা।”

আটক মিসবাহকে পুলিশের কাছে এবং টাকা শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাফিজ।

গত এক বছরে মিসবাহ সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে ১২ বার দুবাই যান বলে সিভিল এভিয়েশন কর্মকর্তারা জানিয়েছেন।