কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নার্স দিবসের শোভাযাত্রা

শোভাযাত্রার পর কেক কেটে আন্তর্জাতিক নার্স দিবস পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিকিশোরগঞ্জ ওবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2018, 06:50 AM
Updated : 12 May 2018, 10:35 AM

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া শহরে শনিবার সকাল ১০টার দিকে সদর হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নার্সিং ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে কেক কাটেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সফিকুল ইসলাম, নার্সিং ইনস্টিটিউটের তত্তাবধায়ক মো. সালাউদ্দিন মাদবরসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে দিবসটি পালন করেন জহুরুল ইসলাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তারা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রদক্ষিণ করে।

পরে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে কেক কেটে ফ্লোরেন্স নাইটিংগেলের ৯৮তম জন্মদিন উদযাপন করা হয়।

নার্সিং কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুনের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

জহুরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ মাহমুদুল আজিজ, হাসপাতালের পরিচালক বাহার উদ্দিন ভুঁঞা, নার্সিং কলেজের উপাধ্যক্ষ আল্পনা খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে ছিলেন।