ব্রাহ্মণবাড়িয়ার স্কুলে ঝড়ে গাছ ভেঙে শিক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের সময় স্কুলে গাছ ভেঙে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিন শিক্ষার্থী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2018, 04:41 PM
Updated : 10 May 2018, 04:41 PM

সদর উপজেলার বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শক্তিবর্ধন জানান, বৃহস্পতিবার দুপুরে তাদের বিদ্যালয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত অন্বেষা (১১) বিরামপুর গ্রামের জুয়েল বর্ধনের মেয়ে।

হতাহতরা সবাই পঞ্চম শ্রেণির ছাত্রী। সবার বাড়ি বিরামপুর গ্রামে।

শিক্ষক শক্তিবর্ধন বলেন, দুপুরে ঝড় শুরু হলে শিক্ষার্থীরা টিনশেড শ্রেণিকক্ষ থেকে বের হয়ে পাকা ভবনে যাওয়ার পথে গাছটি তাদের ওপর ভেঙে পড়ে।

“আহত শিক্ষার্থীদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে অন্বেষাকে ঢাকা নেওয়ার পথে নরসিংদীতে পৌঁছালে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।”

আহত তিথি (১১) ও তায়েফাকে (১১) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান শক্তিবর্ধন।