দুই জেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

হবিগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে ক্ষেতে ধান কাটার সময় দুই কৃষক আর বাড়ির উঠানে কাজ করার সময় এক কিশোরীর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধিহবিগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2018, 01:04 PM
Updated : 10 May 2018, 01:04 PM

নিহতরা হলেন - হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে তানিয়া আক্তার (১৬), একই উপজেলার দৌলতপুর গ্রামের রহিম মিয়ার ছেলে মিজানুর রহমান (১৮) ও নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের হরিপুর গ্রামের ফিরোজ হোসেন (৩২)।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মানুন খন্দকার জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তানিয়া বাড়ির পাশে উঠানে কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“একই সময় উপজেলার দৌলতপুর গ্রামের হাওরে ধান কাটছিলেন মিজানুর রহমান নামে এক কৃষক। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

নওগাঁ

জেলার পত্নীতলা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল থেকে হরিপুর গ্রামের মাঠে ফিরোজ হোসেন তার জমিতে ধান কাটার কাজ করছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।