রোহিঙ্গা সংকটে জাতিসংঘের আরও ভূমিকা চায় ওআইসি

রোহিঙ্গা সংকট মোকাবেলা ও তাদের প্রত্যাবাসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও ভূমিকা থাকা প্রয়োজন ছিল বলে মনে করছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2018, 10:37 AM
Updated : 4 May 2018, 11:40 AM

শুক্রবার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ব্রিফিংয়ে নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন ওআইসির প্রতিনিধি দল প্রধান হিশাম ইউসেফ।

তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা করবে এবং দ্রুত ফেরত নেওয়ার বিষয়ে চাপ দিবে।

রোহিঙ্গা সংকটে নিরাপত্তা পরিষদ যতটা ভূমিকা রাখতে পারত ততটা রাখেনি মন্তব্য করে ওআইসি সহকারী মহাসচিব বলেন, নিরাপত্তা পরিষদের শক্তিশালী রাষ্ট্রগুলোর যথেষ্ট ভূমিকা রাখার স্থান ছিল। কিন্তু তারা সে ভূমিকাটা পালন করেনি।
ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রোহিঙ্গা সংকট প্রধান আলোচনার বিষয় হবে বলেও জানান তিনি।

এসময় প্রতিনিধি দলের আরও দুই সদস্য গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

তারা রোহিঙ্গা সমস্যার জন্য মিয়ানমারকে দায়ী করে তাদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে নেওয়ার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

এ সময় বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রতিনিধি দলটির সঙ্গে ছিলেন।

শুক্রবার পৌনে ৯টার দিকে বিমানে করে কক্সবাজার পৌঁছে ‘ওআইসি’ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে আসা প্রতিনিধি দলটি। এরপর কক্সবাজারের একটি হোটেলে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা প্রতিনিধি দলটিকে ব্রিফিং করে।

এ সময় বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাদের রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান।

এরপর প্রতিনিধি দলটি বেলা ১১টার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যায়।।বালুখালী
রোহিঙ্গা ক্যাম্প আশ্রিত মিয়ানমারের বাসিন্দাদের অবস্থা ঘুরে দেখেন এবং নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তারা।

বিকাল ৪টার প্রতিনিধি দলটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওয়া দেয়।