বাঘাইছড়িতে ‘অপহৃত’ তিন ব্যক্তি মুক্ত

রাঙামাটির বাঘাইছড়ি পৌর এলাকা থেকে ‘অপহৃত’ তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2018, 02:09 PM
Updated : 28 April 2018, 02:09 PM

ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিট সংগঠক সচল চাকমা বলেন, শনিবার দুপুর ১২টার দিকে বাঘাইছড়ির বাবুপাড়ায় সাজেক ইউনিয়ন পরিষদ সদস্য কালাকুচু চাকমার জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

সংগঠনটির অভিযোগ, শুক্রবার বিকাল ৩টার দিকে বাঘাইছড়ি পৌর এলাকা থেকে পিসিজেএসএস (এমএন লারমা)-এর একটি সশস্ত্র গ্রুপ তাদেরকে জোর করে ধরে নিয়ে যায়।

এরা হলেন সাজেকের বাঘাইহাটের হাজাছড়া গ্রামের সুমতি চাকমার ছেলে বিশ্ব কল্যাণ চাকমা (১৬), সুনীল চাকমার ছেলে নিশান চাকমা (১৭) এবং রপকারীর হেঙত্তে চাকমার ছেলে রিপন চাকমা (৩০)।

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস- এমএন লারমা) এই অভিযোগ অস্বীকার করেছে।

পিসিজেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় নেতা বাঘাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও অগণতান্ত্রিকের মধ্যে কোন্দলের জের ধরে এটি ঘটেছে। এর সঙ্গে পিসিজেএসএস (এমএন লারমা)-এর কোনো সম্পর্ক নেই।”