পানছড়িতে জেএসএসের হামলায় ইউপিডিএফ কর্মী গুলিবিদ্ধ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) হামলায় ইউপিডিএফের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 07:48 AM
Updated : 22 April 2018, 08:11 AM

রোববার সকালে উপজেলার মরটিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পানছড়ি থানার ওসি মিজানুর রহমান জানান।

গুলিবিদ্ধ অনন্ত ত্রিপুরাকে (৩০) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিকে এ হামলায় ইউপিডিএফ প্রসীত খীসা গ্রুপের মাটিরাংগা উপজেলা সংগঠক সুনিল বিকাশ ত্রিপুরা (৪০) নিহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা।

তবে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার বিষয়টি জানেন না উল্লেখ ওসি বলেন, “পুলিশ গুলিবিদ্ধ অনন্ত ত্রিপুরাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। কেউ নিহত হওয়ার বিষয়টি জানা নেই।”

মাইকেল চাকমা বলেন, “রোবববার সকালে বাসা থেকে দোকানে যাওয়ার সময় জেএসএস সন্ত্রাসীরা গুলি করে সুনিলকে হত্যা করে। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়েছে।”

তবে সুনিলেরে মরদেহ কোথায় রয়েছে তা জানাননি তিনি।

এদিকে হামলার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কোনো বক্তব্য পাওয়া যায়নি।