সুন্দরবনে ‘দস্যুর আস্তানা’ থেকে ৮ জেলে উদ্ধার

সাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর অপহৃত আট জেলেকে উদ্ধার করা হয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 09:35 AM
Updated : 19 April 2018, 09:36 AM

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ বলেন, বুধবার রাতে কলাগাছিয়ার বাদুরঝুলি এলাকায় গোলাগুলির পর তাদের উদ্ধার করা হয়।

গোপন খবর পেয়ে এই অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, “কোস্টগার্ড বাদুরঝুলি এলাকায় পৌঁছালে বনদস্যু দাদাভাই ও মোস্তাক বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। কোস্টগার্ড পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় বনদস্যুদের একটি আস্তানা ধ্বংস করা হয়।

“আর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অপহৃত আট জেলেকে। তাছাড়া চারটি নৌকা, একটি বন্দুক, ১৫টি গুলি, ৮০টি গুলির খোসাসহ ডাকাতি কাজের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে।”