রাজবাড়ীতে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

রাজবাড়ী সদর উপটজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 07:23 AM
Updated : 17 April 2018, 07:24 AM

জেলার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, সোমবার রাতে বালুঘাট এলাকায় পদ্মার তীরে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল (৩২) পাবনার আটঘরিয়া উপজেলার চাচকিয়া গ্রামের তানু সরদারের ছেলে।

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, “চরমপন্থিরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশ রাত আড়াইটায় অভিযান চালায়।

“পুলিশের উপস্থিতি টের  পেয়ে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় অনেকে পালিয়ে গেলেও সাইদুল আহত হয়ে ধরা পড়েন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

সাইদুলের বিরুদ্ধে পাবনা থানায় হত্যা, অস্ত্র ও অপহরণসহ সাতটি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, “সাইদুল পদ্মায় নৌকা করে অপহরণসহ চাঁদাবাজি ও ভাড়ায় মানুষ হত্যা করতেন। তার মৃত্যুতে ও্ট এলাকায় স্বস্তি ফিরেছে।”

পুলিশের এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার রকিব খান, পরিদর্শক জিয়ারুল ও কনস্টেবল পঙ্কজ হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।