প্রশ্নফাঁস প্রতারণার অভিযোগে যুবক আটক

সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের নামে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে এক যুবককে আটক করেছে র‌্যাব।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 12:37 PM
Updated : 16 April 2018, 12:37 PM

ঠাকুরগাঁও জেলা সদরের জগন্নাথপুর আদর্শ কলোনি থেকে রোববার রাতে সাইফুল ইসলামকে (১৯) আটক করা হয়।

সাইফুল ঠাকুরগাঁও জেলা সদরের বাঙ্গালীপাড়ার হামিদুল ইসলামের ছেলে।

দিনাজপুরের র‌্যাব-১৩ এর অধিনায়ক মেজর সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশ্নপত্র ফাঁস করার নামে প্রতারণার সঙ্গে জড়িত সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা বলেন, আটক সাইফুল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল।

“সে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস্অ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন অ্যাপের একাধিক গ্রুপের মাধ্যমে যোগাযোগ চালাত এবং বিকাশের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করত।”