চাঁদপুরে জেলেদের লাইফ জ্যাকেট বিতরণ

চাঁদপুরের মতলব উত্তরে জেলে পরিবারের জন্য মেডিকেল ক্যাম্প হয়েছে; ৫০ জন জেলেকে দেওয়া হয়েছে লাইফ জ্যাকেট।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2018, 09:25 AM
Updated : 7 April 2018, 09:25 AM

কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের আয়োজনে শনিবার ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলেদের উদ্দেশে বক্তব্য দেন।

তিনি বলেন, সরকার ইলিশ উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। জেলেরা জাটকা না ধরলে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

“সামাজিক কর্মসূচির অংশ হিসেবে জেলেদের লাইফ জ্যাকেট ও চিকিৎসাসেবার এই আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই দুই সহস্রাধিক জেলেকে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে জেলে পরিবারের তিন শতাধিক সদস্যকে বিনা মূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ ও ৫০ জন জেলেকে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলের জেলেদের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করবে।

কোস্টগার্ড ঢাকা জোনের কমান্ডার রেজাউল হাসান, সহকারী গোয়েন্দা পরিচালক আব্দুল্লা আল মাহারুফ, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন।