দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

দিনাজপুরে দুটি দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা ও দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 02:45 PM
Updated : 4 April 2018, 02:45 PM

বুধবার ঘোড়াঘাট ও কাহারোল উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আহমেদ (২৭) এবং দিনাজপুরের হলিল্যান্ড কলেজের ছাত্র এবং চলতি এইচএসসি পরীক্ষার্থী হুমায়ুন কবীর (১৭) ও নওশাদ হোসেন (১৭)।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বিকালে হাকিমপুরের হিলি থেকে মোটরসাইকেলে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন রাসের। ঘোড়াঘাটের ওসমানপুর বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান।

“এলাকার লোকজন উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।”

কাহারোল থানার এসআই সাদেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হুমায়ুন কবীরের দাদার মৃত্যুর খবর শুনে দিনাজপুর থেকে বন্ধু নওশাদকে নিয়ে মোটরসাইকেলে ঠাকুরগাঁও যাচ্ছিলেন।

“মহাসড়কের তের মাইল গড়েয়া এলাকায় বিপরীতমুখী একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।”

সন্ধ্যায় লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।

হুমায়ুন কবীর ঠাকুরগাঁও শহরের কালিবাড়ী এলাকার আনসারুল হকের ছেলে এবং নওশাদ হোসেন দিনাজপুরের কাহালোর উপজেলার মুকুন্দপুর গ্রামের হাসানুল ইসলামের ছেলে।