জাতীয় পতাকার অবমূল্যায়ন রোধে কুড়িগ্রাম উলিপুরে ব্যবসায়ীদের মাঝে সঠিক মাপের পতাকা বিতরণ করেছেন এক মুক্তিযোদ্ধা।
Published : 26 Mar 2018, 04:43 PM
সোমবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা বণিক সমিতির কার্যালয়ে প্রায় ৬০০ ব্যবসায়ীকে সঠিক মাপের পতাকা তুলে দেন উলিপুর উপাজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম দুলু, সদস্য রফিকুল ইসলাম রফিক, উৎপল কুমার সাহা প্রমুখ।
বক্তারা বলেন, এই পতাকার জন্য ৩০ লাখ শহীদ তাদের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু স্বাধীনতার ৪৭ বছর পরেও অনেক ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। পতাকার অবমূল্যায়ন এবং গুরুত্ব তুলে ধরার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।