আমরা কাউকে জেলে দেব না: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তারা ক্ষমতায় গেলে কাউকে জেলে দেবেন না।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2018, 04:00 PM
Updated : 17 March 2018, 04:00 PM

বগুড়া পর্যাটন মোটেলে শনিবার রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, “জাতীয় পার্টি ক্ষমতায় এলে বিএনপি ও আওয়ামী লীগ সেফ। আমরা কাউকে জেলে দেব না।

“বাংলাদেশে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আমি। আমার বয়স হয়েছে এটা আমি মানি না, বিশ্বাস করি না। আমার একটাই লক্ষ্য, আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যাওয়া।”

এরশাদ তার বক্তব্যে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সড়ক যোগাযোগ বিষয়ে তিনি বলেন, “আমার সময় ঢাকা থেকে ছয় ঘণ্টায় রংপুরে গিয়েছি। এখন উন্নয়নের মহাসড়কে সময় লাগে ১২ ঘণ্টা। আমার সময় মানুষ খুন হয়নি। আর এখন দেখেন। এ সরকারের সময় নাকি উন্নয়ন হয়েছে ।

“প্রতিদিন দেখছি বাল্য বিয়ে হচ্ছে। বাবা-মা ভয়ে তাদের মেয়েকে স্কুলে পাঠায় না। আমার সময় এটা ছিল না। আমার সময় আপনার মেয়ে আমার মেয়ে ছিল।”

মাদক সম্পর্কে এরশাদ বলেন, “এখন ছেলেরা ইয়াবা, ফেন্সিডিল খায়। পানের দোকানেও এখন ওসব পাওয়া যাচ্ছে। কেন খায়? কর্মসংস্থান না থাকায় হতাশায় যবুকরা নেশাগ্রস্ত হচ্ছে।

“কর্মসংস্থানের ব্যবস্থা না করলে সমাজ ধ্বংস হয়ে যাবে। ছেলে এমএ পাস করার পর তার কনস্টেবলের চাকরির জন্য ১০ লাখ টাকা লাগে। এসআই পদে চাকরির জন্য ২০ লাখ টাকা লাগে।

“পিয়নের চাকরির জন্য ১০ লাখ টাকা লাগে। আমার সময় এটা হলে আমি আত্মাহত্যা করতাম।”

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এরশাদের সঙ্গে ছিলেন।