একাত্তরে বিদ্ধ গুলি এখনও রাশিদার শরীরে

পাকসেনাদের ব্রাশফায়ারে আহত নেত্রকোণার রাশিদা আক্তার শরীরে গুলি নিয়ে ৪৬ বছর ধরে দুঃসহ জীবন যাপন করছেন বলে তার পরিবার জানিয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2018, 01:47 PM
Updated : 10 March 2018, 01:49 PM

রাশিদা জেলার কেন্দুয়া উপজেলার গোপালাশ্রম গ্রামের মারফত আলীর স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ৭ ভাদ্র দুপুরে উপজেলার চিথোলিয়া পালবাড়িতে আগুন দেয় পাকসেনারা। তারাপর তারা পাশের গোপালাশ্রম গ্রামে হানা দেয়।

সেই ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেন গোপালাশ্রম গ্রামের বাসিন্দা আবুল হাশেম।

তিনি বলেন, হানাদাররা নির্বিচারে গুলি চালায়। আগুন দেয়, লুটপাট চালায়, গুলি করে। গুলিতে  সাতজনের মৃত্যু ও ১৫ জন আহত হন। তাদেরই একজন রাশিদা আক্তার।

গুলিবিদ্ধ হয়েও বেঁচে যান রাশিদা।

তিনি বলেন, গুলিটি তার শরীরে এখনও রয়েছে। টাকার অভাবে চিকিৎসা হয়নি। গুলির কারণে প্রায়ই অসহনীয় ব্যথায় কাতর হন।

ব্যথানাশক খেয়ে কোনো রকমে বেঁচে আছেন রাশিদা, বললেন তার মেয়ে রহিমা আক্তার।

মায়ের কষ্টের কথা বর্ণনা করতে গিয়ে দিনমজুর ছেলে ইসহাক মিয়া বলেন, “মা বয়সের ভারে এখন আর যন্ত্রণা সহ্য করতে পারছেন না।”

চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্য চেয়েছেন ইসহাক মিয়া।