জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ সারাদেশে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রোববার বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। 

জেলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2018, 09:48 AM
Updated : 4 March 2018, 09:48 AM

সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের কর্মী, সাংবাদিক, শিক্ষক ও সাধারণ নাগরিক এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ ও মানবন্ধনে বক্তরা জাফর ইকবালের ওপর হামলাকে মুক্ত চিন্তার ওপর হামলা উল্লেখ করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।

পিরোজপুর: জেলা প্রেসক্লাবের আয়োজনে দুপুরে শহরের সার্কিট হাউজের সামনে মানববন্ধন হয়।

জেলা প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি একে আজাদ, পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল হক টিটুসহ অন্যন্যরা এতে বক্তব্য দেন।

এছাড়া বাংলাভিশন টিভির সিনিয়র নিউজ এডিটর রুহুল আমির রুশদ ও পিআইবির সিনিয়র পারভীন সুলতানা রাব্বী সেখানে উপস্থিত ছিলেন।

জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সাতক্ষীরা: সকালে সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতাকর্মীরা জেলা শহরের রাস্তায় বিক্ষোভ মিছিল করেন। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন তারা।

সংগঠনের আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেমক্লাবের সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রির্পোটার কল্যাণ ব্যানার্জী, সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আকবর হোসেন রাজু, আলী হোসেন, মাসুদুর রহমান, রাশেদ হোসেন, আলি আকবরনহ অনেকে।

বক্তারা বলেন, জাফর ইকবালের উপর হামলা করে সন্ত্রাসীরা মুক্ত চিন্তার ওপর হাত দিয়েছে। সন্ত্রাসীরা একের পর এক লেখক বুদ্ধিজীবীদের ওপর হামলা করে তাদের কন্ঠরোধ করতে চেয়েছে।

এ ঘটনায় জড়িততের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তারা।

ঠাকুরগাঁও: জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা পরিষদ।

দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচিতে মহিলা পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের কর্মী, সাংবাদিক, শিক্ষক, সাধারণ নাগরিক অংশ নেন।

এ সময় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আইরিন পারভীন লুনা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, প্রশিক্ষণ গবেষণা সম্পাদক রোমা ঘোষ, হরিপুর উপজেলা মহিলা পরিষদের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মো. হোসেন শান্তি, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সহ সভাপতি রেজওয়ানুল হক বক্তব্য দেন।  

জাফর ইকবালের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এ হামলা বাংলাদেশের ওপর হামলা। এতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক।

সুনামগঞ্জ: জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করছে স্থানীয়রা।

দুপুরে কলিয়ারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।